
বর্তমানে এ দেশে প্রায় ছয় হাজার টেক্সটাইল মিল আছে। যার মধ্যে প্রায় তিন হাজার টি গার্মেন্টস। এ বছর এ খাত থেকে বৈদেশিক আয় ২৬ মিলিয়ন ডলার এবং বর্তমান পরিকল্পনা অনুযায়ী আগামী ২০২০ সাল নাগাদ তা বেড়ে ৫০ মিলিয়ন ডলারে উন্নিত হবে। বর্তমানে জি ডি পি তে এ খাতের অবদান ১৩%। এ সেক্টর ক্রমশ বাড়ছে, বলা যায় ২০২০ সালে প্রায় দিগুন হবে। এতে কর্ম ক্ষেত্রও বেড়ে যাবে। অনেক বড় একটি কর্ম ময়দান নিয়ে বশে আছে বাংলাদেশ বস্ত্র খাত, এখন শুধু আরও নতুনদের আসার পালা ।
0 comments:
Post a Comment
Your comments will be warmly appreciated. Please comment us